মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে ‘নারী ও শিশুর উপর ধর্ষন ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত।
২৭ নভেম্বর বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা বেগম।
আরও পড়ুনঃ বেনাপোলে বিপুল পরিমান ইউএস ডলার সহ আটক-১
অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহারের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী কামররুল হুদা সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর সাবেক প্রধান শিক্ষক আঃ রব মিয়া, আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর, সাবেক মহিলা কাউন্সিলর শোভা রানী, প্রতিশ্রুতি মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ঝর্না আহমেদ, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহানাজ হাওয়াসহসহ দুই শতাধিক নারী-পুরুষ, কিশোর-কিশোরী অংশগ্রহন করেন।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইবি উপাচার্য
মানববন্ধনে ‘সইবোনাকো আমরা আর নারীর দেহে অত্যাচার’, ‘ধর্ষণ একটি অপরাধ শাস্তি তোমার নেই মাফ’ প্রভৃতি শ্লোগান সম্বলিত ফেস্টুন হাতে কিশোরীরা অংশগ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply