শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
নাটোর থেকে মেহেদী হাসান তানিমঃ— নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান নাহিদ ও সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ সোহাগের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগ।
সোমবার(১৬ই সেপ্টেম্বর)কলেজের সামনে মানববন্ধন শেষে হামলাকারীদের বিচার দাবীতে দক্ষিণ বড়গাছা বড়মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগ কর্মীরা। মিছিল শেষে কলেজ স্মৃতিসৌধ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত হোসেন রাজীবের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহিল কাফী শুভ, রাকিবুল ইসলাম সহ সভাপতি, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন সোহাগ, প্রমুখ সহ নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, কারো চাপিয়ে দেয়া নেতৃত্ব মেনে নেবে না ছাত্রলীগ। সংগঠনের গঠনতন্ত্র অমান্য করে ছাত্র রাজনীতি যারা করতে চাইবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয় সভা থেকে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply