মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বাগাতিপাড়ায় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার যোগীপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার নিখিল চন্দ্রের ছেলে প্রশান্ত চন্দ্র (৩২) ও হুগোল বাড়িয়া এলাকার মৃত খালেদ হোসেনের ছেলে অপু (২৮)।
বাগাতিপাড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সাজ্জাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে যোগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলায় মদ ও একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
এব্যাপার বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুতি চলছে। এছাড়া এর সাথে যারা জড়িত আছে তাদের ব্যাপারেও খতিয়ে দেখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply