শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বাগাতিপাড়ায় তিন কেজি গাঁজা সহ এক মাদক কারবারি মাসুদ রানা (২৬) কে আটক করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ উপজেলার লক্ষণহাট গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিন কেজি গাঁজা- সহ মাসুদ রানাকে হাতেনাতে আটক করেন তারা।
এব্যাপারে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মাসুদ জানায় জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply