শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
নাটোর (গুরুদাসপুর) থেকে মেহেদী হাসান তানিমঃ— মহান বিজয় দিবসের তিন দিনব্যাপি কর্মসূচির অংশ হিসাবে নাটোরের গুরুদাসপুরে রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।
আরও পড়ুনঃ শার্শায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ এর উদ্ভোধন
গুরুদাসপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রবীন্দ্র সন্ধ্যায় গান পরিবেশন করেন- টেলিভিশন ও রাজশাহী বেতারের শিল্পী আবুল হাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিল্পী মঈনুল হোসেন, রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন তুষি, আবু শামিম, সঙ্গিত শিক্ষক শ্রাবনী খাতুন প্রমূখ।
আরও পড়ুনঃ রাজাপুরে ট্রাক চাপায় শ্রমিক নিহত ! চালক আটক
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত রবীন্দ্র সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদ হাসান খান, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন, ডিজিএম মহিতুল, নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা ইন্সট্রাক্টর মোঃ আব্দুল গফুর, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন ভুট্ট প্রমূখ।
আরও পড়ুনঃ পলাশবাড়ীতে দুস্থ অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
রবীন্দ্র সন্ধ্যা উপভোগ করতে আসা জান্নাতুল মাওয়া, মাকসুদা পাড়ভীন ও নুসরাত জাহান জানান- শীতের রাতে রবীন্দ্র সঙ্গিত খুবই আনন্দের। চিতই আর ভাপা পিঠা এই আয়োজনের মাধুর্যতা বাড়িয়ে দিয়েছে। উপজেলা পর্যায়ে নিয়োমিতই এ ধরণের অনুষ্ঠান হওয়া উচিত। ক্লান্তি শেষে রবীন্দ্র সন্ধ্যা মানুষের মনে প্রশান্তির সৃষ্টি করতে পারে। শীতের রাতে রবীন্দ্র সন্ধ্যায় আয়োজন করায় তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
আরও পড়ুনঃ রাবিতে এসডিজি ও পরিসংখ্যান বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন- তরুনরা ক্রমশ মোবাইল ও মাদকাসক্ত হয়ে পরছে। মূলত তাদের বিপথ থেকে ফিরিয়ে আনতে এবং সমাজের অপসংস্কৃতি দূর করতেই সুষ্ঠু ধারার সঙ্গিত চর্চার আয়োজন করা হয়েছে। এই আয়োজন অব্যহত থাকবে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের সহকারি অধ্যাপক মো. রুহুল করিম আব্বাসি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply