মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— নানা আয়োজনে নাটোরের নলডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয়ভাবে উদ্বোধনের সাথে সাথে বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনার যন্ত্র ( countdown) পর্দা উম্মেচন করা হয়। উপজেলা নির্বাহী আফিসার সাকিব-আল-রাব্বি সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন
এর আগে সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি রইস উদ্দিন রুবেল, সাধারন সম্পাদক তৌহিদুর রহমনা লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply