বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন
নাটোর (নলডাঙ্গা) রানা আহমেদঃ–– নাটোরের নলডাঙ্গার হালতি বিলের পানি নিষ্কাশনের পথে পথে মাছ শিকারীদের জাল দিয়ে প্রতিবন্ধকতা করায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ সূতি জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে উপজেলার হালতি বিলের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে এসব সূতিজাল জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বি। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বি জানান, উপজেলার হালতি বিলের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের প্রবেশ মুখে মাছ শিকারীরা সুতিজাল বসিয়ে অবৈধভাবে মাছ করছিল। এতে সঠিক সময়ে কৃষকদের বোরো ধান রোপন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর রোববার অভিযান চালিয়ে সেই সব সুতিজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply