শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
চট্রগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— দোহাজারী হইতে কক্সবাজার রেলওয়ে প্রকল্পের এইচ আই ভি/এইডস প্রতিরোধ ও সচেতনতায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আয়োজিত এডিবি এর অর্থায়নে বিশ্ব এইডস দিবস-২০১৯-সিআরইসি-তমা জেভি এবং আরডিসি এর উদ্যোগে পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “সম্প্রদায়গুলো এই পার্থক্য তৈরী করে” শ্লোগানকে সামনে রেখে তমা অফিসের কার্যএলাকা দোহাজারী রেল ষ্টেশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়।
এই দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী দোহাজারী আরকান সড়ক হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী তমা অফিস কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে রিসেটেলমেন্ট এন্ড জেন্ডার স্পেশালিষ্ট কাজী শামসুদ দোহা বলেন, এইডস মরন ব্যাধি মহামারী রোগ এই রোগের কোন চিকিৎসা নেই। এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যুই শেষ পরিণিতি কাজেই এইডস থেকে মুক্তি পেতে হলে সকলকে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মনে চলতে হবে এবং এইডস থেকে বাঁচতে হলে এইডস সম্পর্কে জানতে হবে এবং অন্যকেও জানাতে হবে। সমাজের সবাইকে এইডস্ সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসালটেন্ট মোঃ আলী নূর, সিনিয়র ব্রিজ ইঞ্জিনিয়ার, পিএমসি থেকে জেন্ডার স্পেশালিষ্ট মিসেস রেহেনা নাছরিন, সিআরইসি ব্রীজ হেলথ এন্ড সেফটি ম্যানেজার উইলিয়াম লিঁও, তমা কনস্ট্রাকশনের ডিপিএম মাহ্ফুজুর রহমান, সেফটি ইঞ্জিনিয়ার মোমিনুল ইসলাম, আরডিসি এর এক্সিকিউটিভ ডিরেক্টর সেলিনা আক্তার, ডাঃ মনঞ্জুরুর ইসলাম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply