মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— দুমকি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা’র কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করে দেশের ভিতরে ষড়যন্ত্রকারী অপশক্তি সমূহকে মোকাবেলা করতে হবে। আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীকে দেশ খাঁটি প্রেমিক কারিগর হতে হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু
১৫ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ অর্ডিটরিয়ামে দুমকি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মোঃ শাহজাহান মিয়া, উদ্বোবধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন ।
দুমকি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিমের উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, দুমকি উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ বাবুল, দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক কাজী রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. তারিকুজ্জামান মনি প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুমকি উপজেলা ৪৫ টি ইউনিট আওয়ামীলীগের কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন চলছে।
প্রকাশ দীর্ঘ সাত বছর পর দুমকি উপজেলা আওয়ামীলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন দুমকি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আলমগীর হোসেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply