শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
জবি থেকে মোঃ তৌফিকুর রহমানঃ করোনার বিপর্যয়ের দীর্ঘ ৬ মাস পর স্বাস্থ্যবিধি মেনে আবারও খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত লাইব্রেরি। মূলত শিক্ষার্থীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে খোলা থাকছে শুধুমাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুইটি রুম।
করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধের সাথে বন্ধ হয়ে যায় এই লাইব্রেরিও। করোনার প্রকোপ কমতে থাকায় এবং সেই সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হওয়ায় এই উদ্যোগ নিয়েছে জবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মুঠোফোন আলাপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন- “অনলাইন ক্লাস করতে অনেকের নেট সমস্যা। ক্যাম্পাসে যেহেতু ওয়াইফাই আছে তাই শিক্ষার্থীরা পাঠাগারে বসে ক্লাস করতে পারবে। তাছাড়া কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে আসে বিভিন্ন প্রয়োজনে তারাও পড়ালেখা করতে পারবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রেখে সবাই পড়ালেখা করতে পারবে। পাঠাগার খোলাতে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার মধ্যে থাকবে।”
এ বিষয়ে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, “কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বারান্দায় বসে বসে পড়াশুনা করে। এর মধ্যে অনেক সময় বৃষ্টির কবলে পড়তে হয় তাদের, তাই তারা যাতে সুন্দর ভাবে পড়াশুনা করতে পারে এ জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছোট দুটি রুম খোলার সিদ্ধান্ত হয়েছে। সবাই সবার থেকে দূরে দূরে বসে পড়াশুনা করবে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে।”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply