শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
আজকের দিগন্ত বিজ্ঞান ও প্রযুক্তিঃ— বহু প্রতীক্ষা, অনেক গুজবের পর অবশেষে দেখা দিল নতুন আইফোন ১১। বুধবার অ্যাপল সংস্থার পক্ষ থেকে জানানো হল নতুন তিনটি মডেলের নাম। যে নতুন তিনটি মডেল ঘোষণা করা হয়েছে তা হলো আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স।
গত বছর বাজারে আসা আইফোন এক্সএস মডেলের আধুনিক ভার্সান হিসেবে দেখা হচ্ছে এই নয়া সিরিজের ফোন কে। এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। তার সঙ্গে দু’টি ১২ মেগাপিক্সেল সেন্সর একটি ওয়াইড অ্যাঙ্গেল এবং আরেকটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে।
এছাড়াও এই ফোনে ক্রেতারা পাবে রাতের অন্ধকারে ভাল ছবি তোলার সুযোগ। যদিও স্ক্রিন সাইজ একই থাকছে শুধু ভেতরের প্রসেসর আর একটু উন্নত করা হয়েছে এই সিরিজের ফোনে। এতে থাকছে বাওনিক চিপসেট। যা ফোনের সিপিইউ ও জি পিইউএর গতি বাড়াতে সহায়তা করবে।
এই নয়া মডেলে থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ১২৮ ও ২৫৬ জিবির স্টোরেজেরও পাওয়া যাবে। নতুন আইফোনে থাকছে তিনটি ক্যামেরা আর প্রতিটি ক্যামেরা হবে ১২ এমপির। যা দ্রুত অনেক ছবি তুলতে পারবে এবং পরিস্কার ভাবে তুলতে পারবে। অন্ধকারেও ভালভাবে কাজ করবে এই ক্যামেরাগুলি। এছাড়াও ৫.৮ ইঞ্চির অরগানিক এলইডি ডিসপ্লে থাকছে আইফোন ১১ প্রোতে। এতেও থাছে বাওনিক চিপসেট। যার ফলেই এই ফোনের ব্যাটারি চার ঘণ্টা বেশী সময় ধরে কাজ করবে বলেও জানানো হয়েছে।
ভারতীয় অঙ্কে এর দাম ৯৯ হাজার ৯০০ টাকা। এছাড়াও আরেকটি নতুন মডেল হচ্ছে আইফোন ১১ প্রো ম্যাক্স। আইফোন ১১ প্রো এর মতই একই রকম ক্যামেরা এবং ১২ এমপি সেন্সর থাকছে। এই ১১ প্রো ম্যাক্সে থাকবে ৬.৫ ইঞ্চি স্ক্রিন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply