মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেল স্টেশন মহিমাগঞ্জে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবীতে শুক্রবার বিকেলে স্টেশন প্লাটফর্মে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ দাবির সাথে একাত্বতা ঘোষণা করে মানবন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন, আহসান হাবীব, অধ্যাপক জহুরুল ইসলাম, খুরশীদ আলম পলাশ, দেওয়ান এমদাদুল হক পলিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা। এই উপজেলার একমাত্র ও ঐতিহ্যবাহী রেলস্টেশন মহিমাগঞ্জ। কিন্তু যাত্রীর চাহিদা থাকা সত্বেও এখানে ঢাকাগামী কোন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। তাই এ অঞ্চলের যাত্রী দুর্ভোগ লাঘবে অবিলম্বে মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দেয়ার দাবী জানান। অন্যথায় রেলপথ অবরোধসহ ভবিষ্যতে আরও বড় ধরণের আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন তাঁরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply