শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কলেজপাড়া হর্টিকালচার সেন্টারের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখা, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আসরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ পবারুল ইসলাম, সহ-সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ, কেন্দ্র নির্বাহী কমিটি ঢাকা, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ এহসান উল্লাহ্, সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ, অঞ্চল কমিটি, দিনাজপুর অঞ্চল, ডিপ্লোমা কৃষিবিদ এজার উদ্দীন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেনসাধারন সম্পাদক, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখা মোঃ সাদেকুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, অনেক কাঠখর পুড়িয়ে অনেক সংগ্রামের মধ্যদিয়ে ডিপ্লোমা কৃষিবিদগণ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে তাদের প্রাপ্য সম্মান পেয়েছে। এ জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। বক্তারা আরও বলেন ডিপ্লোমা কৃষিবিদগণ কৃষকের সাথে সরাসরি জড়িত৷ তাদের তথা কৃষি ও কৃষকের সফলতা অর্জনের জন্য ডিপ্লোমা কৃষিবিদগণ বিশেষ অবদান রাখেন। কৃষকের দাবি, ন্যায্য অধিকার উৎপাদিত ফসলের সঠিক মূল্য যাতে পায় এবং কৃষি প্রধান এ দেশে যেনো কৃষির সঠিক ব্যবহার থাকে সে বিষয়েও আলোচনা করেন বক্তারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply