শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। শনিবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। রবিবার বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।
এরা হলেন, উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মোঃ আলমের ছেলে আব্দুল হাকিম (৩২) ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী (৩০)।
স্থানীয়রা জানায়, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে।
এ বিষয়ে রবিবার ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী জানান, আটকরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনায় বিএসএফ তাদের আটক করেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply