বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় যুদ্ধ শিশু সুদির চন্দ্ররায়কে ইজিবাইক বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের টেপরি বেওয়া (৭০) এর ছেলে অসুস্থ সুদির চন্দ্ররায় (৪৭) কে ১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের একটি নতুন ইজিবাইক বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা, মাহমুদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ।
সুদির চন্দ্র রায় ইজিবাইকটি পেয়ে অত্যন্ত খুশি। তিনি বলেন, বাইকটি পেয়ে আমি আনন্দিত ও এটি পেয়ে আমি এখন স্বাভাবিক জীবন-যাপন করতে পারবো।
এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তার ছেলে মেয়েদের পড়াশোনা করানোর খরচ সরকারিভাবে বহন করার আশ্বাস দেন তিনি।
এছাড়াও ঐ ইউনিয়নে খেরবাড়ি গ্রামের রাশেদের দূর্যোগসহনীয় বাসঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন জেলা প্রশাসক।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply