শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ ঠাকুরগাঁওয়ে শীতার্ত মাইক্রোবাস চালক ও শ্রমিকদের মাঝে ১১৫ টি (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের সদর ডাকবাংলো, জেলা পরিষদের অপজিটে মাইক্রোবাস স্ট্যান্ডে, ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের পরিচালক ও ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি মোঃ নূর-এ শাহাদাৎ স্বজনের নিজ উদ্দ্যেগে মাইক্রাবাস চালক ও শ্রমিকদের মাঝে ‘১১৫ টি’ কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নূর-এ শাহাদাৎ স্বজন , সাধারণ সম্পাদক পদে সুমন কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রাজিব পোদ্দার, মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক ,ভারপ্রাপ্ত সেক্রেটারি হাবিব ফরিদ উজ্জ জামান সুজন।
মাইক্রোবাসের সিনিয়র ড্রাইভার আলম বলেন, এই শীতের সময় তৃতীয় বারের মত আমাদের পাশে দাড়িয়েছেন কম্বল পেয়ে আমরা খুবী খুশি। আমরা চাই সমাজের বিত্তবানেরা সকলেই নিজ নিজ উদ্দ্যেগে এই অসহায় মানুষ গুলোর পাশে থাকা দরকার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply