মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— “ক্ষদ্র বিনিয়োগের সম্প্রসারণ, গ্রাম বাংলার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শহরের সোনার বাংলা রিসোর্ট সেন্টারে এ সমাবেশ ও মেলা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনের জোন প্রধান একেএম পেয়ার আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এফএডিপি, আরডিডি কাদের মোল্লা, এসভিপি আরডিডি এএফএম আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
গ্রাহক সমাবেশে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ৫শ গ্রাহক অংশগ্রহণ করেন। এসময় তারা তাদের সফলতার কাহিনীর অতিথিসহ সকলের সামনে তুলে ধরেন।
ইসলামী ব্যাংক আরডিএস (ক্ষুদ্র বিনিয়োগ) মাসব্যাপী ক্যাম্পেইন উপলক্ষে সমাবেশ ও মেলার আয়োজন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply