মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে ট্রেনে কাটা পাড়ে অজ্ঞাত প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাসুদেবপুর বাঙ্গাল রেলওয়ে ব্রিজের নিচ থেকে সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। তবে তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি এলাকাবাসি।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই বিশ্বনাথ কুমার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার বাসুদেবপুর বাঙ্গাল ব্রীজের নিচে পানিতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে সান্তাহার মর্গে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। তার নাম পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। সে শারীরিক প্রতিবন্ধী মুখে কালো দাড়িঁ আছে, পরনে লাল রংয়ের পাঞ্জাবি ও চেক লঙ্গি ছিল। ধারনা করা হচ্ছে কোন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা হতে পারে ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply