মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা জজ আদালতের শহীদ সোহেল- জগন্নাথ স্মৃতি মঞ্চে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় র্যালি ও সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এমএ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম, বিজ্ঞ পি, পি জেলা আইনজীবি সমিতির সভাপতি আঃ মান্নান রসুল, এড. মাহবুবুর রহমান তালুকদার, শ্রেষ্ঠ বিজ্ঞ প্যানেল আইনজীবি মোঃ আঃ জলিল, লিগ্যাল এইড সুবিধাভোগী আঃ মালেক, বোরহান উদ্দিন খান ও রোকেয়া বেগম প্রমুখ।
পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কর্মসূচী শুরু করা হয়। সভায় এডভোকেট মোঃ আঃ জলিলকে এ বছর সেরা প্যানেল আইনজীবি ঘোষনা করা হয় এবং সেরা প্যানেল আইনজীবি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন, “প্রযুক্তিগত সর্বাত্মক সহযোগীতা নিয়ে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সকল জনগনের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সে লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উম্মোচন করেছে। সরকার ও রাস্ট্রের বিধান অনুযায়ী সাধারণ ও অস্বচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে তাই আমরা এটি কার্যকর করার লক্ষে চেষ্টা চালাচ্ছি। প্রতি বছরের জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে এ সেবাটি সকলকে অবহিত করার জন্য। তিনি এ কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞ প্যানেল আইনজীবি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। এই দিবসটি পালনের জন্য যারা যারা সহযোগীতা করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। দিবসটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় স্ব:স্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply