সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
গাইবান্ধা (পলাশবাড়ী) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার সকাল উপজেলার সাব-রেজিষ্টার অফিসের উপজেলা জাতীয় পার্টির নেতা আমিনুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মমতাজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির নেতা প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর মন্ডল, ফজলুল হক প্রধান, খাজা নাজিম উদ্দিন, বাদশা ও রঞ্জু প্রমুখ।
উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসন আমলে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করেছেন তার চিত্র তুলে ধরেন।
শেষে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজার রহমান রাজা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply