শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
নীলফামারী (জলঢাকা) থেকে হারুন অর রশিদঃ— নীলফামারী জলঢাকায় দ্বিতল ভবন থেকে পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার বিকেলে পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ঘটে।
মৃত সোহামনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমানের ৩য় সন্তান।
আরও পড়ুনঃ ২ ডিসেম্বর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন
পরিবার সুত্রে জানা যায়, সোহামনি শুক্রবার বিকেলে সকলের অজান্তে বাড়ীর ছাদে খেলতে গিয়ে পা পিছলে পরে যায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শনিবার বাদ জোহর জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাযা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুনঃ শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায়-নীতির প্রতীক: রাবিতে রাষ্ট্রপতি
এদিকে সোহামনির মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে শোক জানিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জেলা ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালুসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে ভূমিদস্যু ও মিথ্যা মামলায় হয়রানী থেকে রক্ষায় সংবাদ সম্মেলন
এদিকে মাত্র ৪ বছরের শিশু সোহামনির মৃত্যু পরিবারসহ কেউই মেনে নিতে পারছেনা পুরা এলাকাজুড়ে যেনো নেমে এসেছে অমানবিক এক শোকের ছায়া আর এই শোকের ছায়া যেনো আর কোন পরিবারে নেমে না আসে এমনটাই কামনা অনেকের।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply