শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
মোংলা (বাগেরহাট) থেকে সজল দাসঃ— প্রথম পূত্রবধু ও নাতি-নাতনীর অধিকার নিয়ে কথা বলায় বৃদ্ধা মাকে প্রকাশ্যে পেটালো বিয়ে পাগল পূত্র ও তার পঞ্চম স্ত্রী । মোংলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী ঘটেছে এ ঘটনা। আর এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গতকাল বুধবার দুপুরে এ বিষয় মোংলা থানায় দায়ের করা হামলার শিকার বৃদ্ধা কুলসুম বেগমের(৬০) অভিযোগে এ তথ্য জানা গেছে। তিনি জানান, তার বিয়ে পাগল একমাত্র পূত্র মোঃ সেকেন্দার হাওলাদার (৪০) প্রথম স্ত্রী ও তিন সন্তন রেখে একে একে ৫টি বিয়ে করে। এদের মধ্যে বর্তমানে প্রথম ও পঞ্চম স্ত্রী টিকে রয়েছে। তার প্রথম স্ত্রী কুলসুম বেগম সহ তিন সন্তানের দীর্ঘদিন খোঁজ খবর নিচ্ছে না সেকেন্দার। এক পর্যায় পূত্র বধু সহ নাতি-নাতনীদের বাড়িতে আশ্রয় দেয়ার চেস্টা এবং অধিকার নিয়ে কথা বলায় পূত্র ও তার পঞ্চম স্ত্রী নাগির্সের রোষানলে পড়েন তিনি। প্রকাশ্য পূত্র ও পূত্রবধুর হামলাও মারধরে রক্তাক্ত জখম হয়েছেন ওই বৃদ্ধা। তিনি অভিযোগ করেন- মঙ্গলবার ও বুধবার দুপুরে দু’দফায় তাকে মারধর করা হয়। তাই বাধ্য হয়েই থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply