মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কলোনীপাড়ার মৃত চমৎকারের ছেলে শ্রী জয়দেব (৪০)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিল। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে আমিসহ সঙ্গীয় ফোর্স জেলা পুলিশ লাইন্স সংলগ্ন তাহেরপুর গ্রাম থেকে ধর্ষক জয়দেবকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের বাবা এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ধর্ষক জয়দেবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মো. ইদ্রিস আলী।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নয়াগোলায় ৪ বছরের এক শিশুকে খাবার দেবার কথা বলে ধর্ষকের ভাড়াটিয়ার শয়ন কক্ষে ধর্ষণ করে পালিয়ে যায় জয়দেব।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply