মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ থানঃ— চাঁপাইনবাবগঞ্জে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৭৫ পিচ ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষিনারায়নপুর পেচিপাড়া গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মোঃ মুনসুর (৫৫), মহারাজপুর ইউনিয়নের বজাপাড়া মহল্লার মোঃ আয়েশের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (২৫) ও সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গার মোঃ সাদেকুল ইসলামের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৪০)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ ইদ্রিশ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৩১ আগস্ট শনিবার রাত পৌণে ৯টার দিকে সদর উপজেলার লক্ষিনারায়নপুর পেচিপাড়া গ্রামে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।
খবর পাওয়ার পর পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ও ওসি মোঃ জিয়াউর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ নাজমুল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হাতে নাতে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে একজনের কাছে ১২৫ পিচ ও অপরজনের কাছে ৫০ পিচ ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ ইদ্রিস আলী আরো জানান, একই রাতে অপর আরেক অভিযানে সদর উপজেলার তেররশিয়া হায়াতমোড়ে একটি খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা বড়িসহ হাতেনাতে কবিরুল নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এসময় মাদকবিক্রির ৩০ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply