বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৩য় বিভাগ ক্রিকেট লীগে ৫ নভেম্বর মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এতে মোকাবেলা করেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার বনাম চট্টগ্রাম ফুটবল ক্লাব। উক্ত খেলায় চট্টগ্রাম ফুটবল ক্লাব কে ১০ রানে হারিয়েছে প্রথম ম্যাচে জয় তুলে নিল বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা।
সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা নির্ধারিত ৫০/ ২৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেন। দলের হয়ে আরফাত হোসেন ২৮, সোহেল দাশ ২৯, তানজিম হোসেন ১৩, রুবেল হোসেন ১২, রাশেদুল ইসলাম ১১ রান করেন। চট্টগ্রাম ফুটবল ক্লাবের হয়ে জিতু ৬টি, আমির ও সাইদ ২টি করে উইকেট লাভ করে।
আরও পড়ুনঃ বাঁশখালী মিয়ার বাজার চৌধুরী নিউ মার্কেটে ৯৯ মার্কেট দোকান শুভ উদ্বোধন
জবাবে চট্টগ্রাম ফুটবল ক্লাব ১৪২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেন। দলের হয়ে নাহিদ ২৯, সাজ্জাদুর রহমান ২০, সাকিব ১১, রাজেশ ১০ রান করে।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে রাশেদুল বারি ও রুবেল হোসেন ৪টি, আরফাত হোসেন ও রাশেদুল ইসলাম ১টি করে উইকেট লাভ করে। প্রথম ম্যাচে জয় লাভ করায় উক্ত টিমের সকল খেলোয়াড় কর্মকর্তা কোচসহ ক্রিকেট কমিটির সকল কর্মকর্তাদের কে বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বাঁশখালী থানা অফিসার ইন-চার্জ রেজাউল করিম মজুমদার ও বাঁশখালী ক্রিকেট বাঁশখালী ক্রিকেট একাডেমী চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply