শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনা সদস্যের আঘাতে এন্তাজ আলী (৪৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত (নয়াপাড়া) গ্রামের আঃ বারী মিয়ার ছেলে সেনা সদস্য নাজমুল ইসলাম গংদের সাথে নিহত কাঠমিস্ত্রি এন্তাজ আলীর পূর্ব শত্রুতা চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে গত ৭ আগস্ট রাত আনুমানিক ১০টার সময় এন্তাজ আলী স্থানীয় কোমরপুর বাজার থেকে বাড়ী ফেরার পথে ফিরোজ বস্ত্রালয়ের সামনে সেনাসদস্য নাজমুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এন্তাজ আলীর উপর হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা এন্তাজ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখানে এন্তাজের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এন্তাজ আলী ১৫ আগষ্ট মারা যায়। এন্তাজের মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িত একই গ্রামের আলম মিয়ার পুত্র শরিফুল ইসলাম (২৮) ও ইদ্রিস আলীর পুত্র ফিরোজ মিয়া (২৯) কে স্থানীয় জনগণ ১৬ আগস্ট সকালে কোমরপুর বাজারে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আটককৃতদের থানায় নিয়ে আসে।
এদিকে এন্তাজ আলীর জ্যাঠাতো ভাই রায়হান সরকার বাদী হয়ে ওই ঘটনায় একই গ্রামের আঃ বারী মিয়ার পুত্র সেনাসদস্য নাজমুল ইসলাম, তানজীর রহমান (২৪), আঃ বাকী মিয়ার পুত্র রিজন মিয়া (৩০), মৃত চয়ন উদ্দিন মুন্সীর পুত্র আঃ বারী (৫৫), আঃ বাকী (৬০), আঃ মতিন (৫৩), আঃ মতিনের পুত্র রোকন উদ্দিন (২৪), আঃ হামিদের পুত্র হায়দার আলীসহ অজ্ঞাত ৫/৭ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply