শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনের পরিপূর্ন বাস্তবায়নের দাবীতে সেচ পাম্প মালিক সমিতি মানববন্ধন ও প্রধান প্রকৌশলী রংপুর বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন।
আরও পড়ুনঃ ভারত থেকে বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশ কালে বাংলাদেশি ৩২ নারী-পুরুষ ও শিশু আটক
২৪ নভেম্বর রবিবার সকাল ১১ টায় উপজেলা সেচ পাম্প মালিক সমিতির আয়োজনে গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ের সামনে সেচ পাম্প মালিকদের ২০১৪-১৫-১৬ সালের অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিপূর্ন বাস্তবায়নের দাবীতে সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, ওয়ার্কাস পার্টির গোবিন্দগঞ্জ শাখার সভাপতি কমরেড এম এ মোতিন মোল্লা, জাতীয় সমাজ তান্ত্রিক দল জে এস ডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক ও জাতীয় কৃষক সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মমতাজুর রহমান প্রমূখ।
আরও পড়ুনঃ নাটোরের গুরুদাসপুরে ৬ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
বক্তব্য শেষে নেতৃবৃন্দ অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনের পরিপূর্ন বাস্তবায়ন সহ ৮ দফা দাবী সম্মিলিত স্বারকলিপি নির্বাহী প্রকৌশলী নেসকো লিঃ গোবিন্দগঞ্জ এর মাধ্যমে প্রধান প্রকৌশলী নেসকো লিঃ রংপুর বরাবরে প্রদান করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply