শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বন্দরের ভূমিদস্যু ও সংশ্লিষ্ট প্রশাসনের ষড়যন্ত্রমূলক মাদক এবং মিথ্য মামলায় জড়িয়ে হয়রানী, ভূমি দখলের প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জের বড়দহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবীতে মানববন্ধন
৩০ নভেম্বর শনিবার দুপুর ২ টায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূক্তভোগী মোরশেদা বেগম। বক্তব্যে উল্লেখ করেন, পৌরসভার (আদর্শ থানাপাড়া) গ্রামের মৃত-ওয়াহেদ আলী বখ্শ স্ত্রী ধলি বেওয়া দিংদের পৈত্তিক জমি বুজরুক বোয়ালিয়া মৌজার জেএলনং ২৪৪, সি/এস খতিয়ান নং ৭৮, আর/এস খতিয়ান নং ১৩১ এর ১৪৫ দাগের ৩৩ শতক জমি নিয়া স্থানীয় ভূমিদস্যু সুলতান আলীর সাথে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা চলিয়া আসিতেছে। যার মোকদ্দমা নং ১০২/০৮। সুলতান স্থানীয় প্রভাবশালী একজন ভূমিদস্যু বটে। সে প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি বৈধ কাগজ পত্রাদি ছাড়াই নিজের জমি হিসেবে দাবি করে মিথ্যা ভাবে হয়রানি করা তার এখন পেশা হয়েছে বলে ভুক্তভোগিরা জানান। ভূমিদস্যু সুলতান ক্ষমতা ও দাপট দেখিয়ে জমি অবৈধ ভাবে দখল করার যে পায়তারা করছে তা থেকে রক্ষা পেতে আইনি সহায়তার জন্য বাদি পক্ষে দেঃকাঃবিঃ আইনের অর্ডার ৩৯ রুল ১/২ এবং ১৫১ ধারার বিধান মোতাবেক নিষেধাজ্ঞার প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালতের কাছে।
আরও পড়ুনঃ বেতাগীতে উপকূলীয় চরাঞ্চলে সুফলভোগীদের মাঝে মুরগি ও শেড বিতরণ
তিনি আরও বলেন, গত ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জ থানার জনৈক্য এস আই আমাদেরকে মিথ্য মাদকসহ একাধিক মামলার ভয় দেখিয়ে সাদা কাগজে সহি স্বাক্ষর করে নেয়। ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে মিথ্য চুরির মামলা দায়ের করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সুলতানা বেগম, ময়না বেগম, সাইদুর রহমান, জয়নাল আবেদীন, লাভলী বেগম, মিনি বেগম, সুরমী বেগম ও লাকী বেগম প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply