মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী।
গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুন, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply