সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের তালতলা খেলার মাঠে শুক্রবার বিকেল ৪ টার দিকে হামিদপুর ন্যাশনাল লাইব্রেরীর উদ্যোগে টিসিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০১৯ উপলক্ষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হামিদপর ন্যাশনাল লাইব্রেরীর সভাপতি আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী।
টুর্নামেন্টে হাকিমপুর ক্রীড়া সংস্থা বনাম শ্যামপুর ওছমানপুর ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ নেয় । খেলায় শ্যামপুর ওছমানপুর ফুটবল একাদশ হাকিমপুর ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply