সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ১৭ অক্টোবর ২০২৩ইং মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে পুনরায় কাশিমপুরে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। উক্ত অভিযানে নেতৃত্বে দেন গাজিপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাভনী ।
এসময় ব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন সারদাগঞ্জ, কাশিমপুর ও গাজীপুর এলাকায় অবস্থিত তিনটি পয়েন্ট থেকে একটি কুচক্রি মহল আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ প্রায় দুই কিলোমিটার ব্যাপী অবৈধ লাইন সহ বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। আমরা গাজিপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাভনী’র নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় চারশত মিটার অবৈধ লাইন বিচ্ছিন্নসহ পাইপ তুলে ফেলেছি এবং প্রায় পাঁচশত বসতবাড়ির অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ০৩ জন ব্যক্তিকে আবাসিক অবৈধ গ্যাস ব্যবহার করায় মোট ১,১২,০০০/=(এক লাখ বার হাজার) টাকা জরিমানা করা হয় ।
এছাডাও তিনি আরও বলেন, এই অভিযানে বকেয়ার জন্য ০৮ টি, অনুমোদন অতিরিক্ত চুলার জন্য ০১ টি এবং গ্রাহক সংকেত ছাড়া ০২ টি মোট ১১ টি আবাসিক বাসা বাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্রাহকদের নিকট হতে গ্যাস বিল বাবদ তাৎক্ষনিকভাবে ১,৫০,০০০/=(এক লাখ পঞ্চাশ হাজার) টাকা আদায় হয়।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তিতাসের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, উপব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান সহ আশুলিয়া জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply