মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরে মলম পার্টির চার সদস্যকে আটক করেছে র্যাব-১ এর স্পেশালাইজড পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাত ১০ টায় মহানগরের কোনাবাড়ী থানার (নছের মার্কেটের) জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো-মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের তাজেল ইসলামের ছেলে জাহাংগীর আলম (৩৩), শেরপুর জেলার সদর উপজেলার হেলুয়া (নয়াপাড়া) গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে রনি মিয়া (৩৭), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মির্জাপাড়া গ্রামের জাবেদ মিয়ার ছেলে ফজিবর মিয়া (১৯), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আক্কাস আলীর ছেলে মানিক মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুইটি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত দশটি মলম, চারটি মোবাইল ফোন ও নগদ ৬৭০ টাকা উদ্ধার করা হয়।
পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহানগরের কোনাবাড়ী থানার (নছের মার্কেট) এলাকায় একদল মলম/অজ্ঞান পার্টির সদস্য সংঘবদ্ধ হয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মলম দ্বারা সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের অজ্ঞান করে মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গাজীপুরসহ আশপাশের এলাকায় প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply