মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পট্টির ৪ তলা ভবনে ভাড়াটিয়া বাসার বাথরুম থেকে হাফেজ মোঃ ফেরদৌস মিন্টুর স্ত্রী মোসাঃ কাজল রেখা(২১) এর মরদেহ গলায় ফাস দেওয়া অবস্থায় উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
গলাচিপা থানা পুলিশ সূত্রে যানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় স্বামী ও স্ত্রীর মাঝে সামান্য কথা কাটাকাটি হয়। এ সময় নিহত কাজল রেখার মা উপস্থিত ছিলেন। এর পরে সে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ সময় পার হলেও সে দরজা না খোলায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে গলায় ফাস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আখতার মোর্শেদ জানান, কাজল রেখার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বুঝা যাবে এটা আত্মহত্যা না অন্য কিছু। আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply