মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ–– টাকা আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁও খাদ্য নিয়ন্ত্রক- পিআইও-ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করেছে দুদক।
আজ বুধবার ঠাকুরগাঁয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আশিকুর রহমান।
দুদক জানায়, ৬টি ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, সদর উপজেলা খাদ্য গুডাম সাবেক কর্মকর্তা সাহাবুদ্দিন, সদরের গড়েয়া খাদ্য গুডাম কর্মকর্তা মাইদুল ইসলাম, সদরের শিবগঞ্জ খাদ্য গুডাম সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলার সাবেক পিআইও গোলাম কিবরিয়া ও সদর উপজেলার ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মনকে আটক করা হয়।
এ বিষয়ে দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, তাদেরকে থানা হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply