মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জুলাই ২০১৯ মাসে তিনি জেলার পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পাশাপাশি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় বুধবার ২৮ আগষ্ট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান (খালেদ) বিপিএম (বার) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম এর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হিসেবে ক্র্যাস্ট ও নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি লাভ করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় এসময় পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার ছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত বছরের ৬ নভেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি মাদক-জোয়ার বিরুদ্ধে কঠিন ভূমিকা পালন করেন এবং আইন শৃঙ্খলার উন্নয়নে মনোযোগী হন। কিশোরগঞ্জ জেলার পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ওসি আবু বকর সিদ্দিক পিপিএম বলেন, এই স্বীকৃতিতে দায়িত্ববোধ আরও বেড়ে গেল। ভবিষ্যতেও কিশোরগঞ্জ মডেল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি কিশোরগঞ্জ সদর থানার এলাকাকে মাদক, জোয়া ও সন্ত্রাসমুক্ত রাখতে সর্বোচ্চ কাজ করে যাব। এই জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply