বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ প্রকৌশলী উপ-মহাব্যবস্থাপক অজিত চন্দ্র দেব নেতৃত্বে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩ইং) দিনব্যাপী জোবিঅ-আশুলিয়ার আওতাধীন শৈলডুবি, ছোটবটতলা, সুলতান মার্কেট, সারদাগঞ্জ, আশুলিয়া এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে তিনটি পয়েন্টে প্রায় তিন কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপ লাইনসহ একহাজার টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আশুলিয়া জোনাল বিপণন অফিসের কর্তৃপক্ষ।
এসময় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন শৈলডুবি, ছোটবটতলা, সুলতান মার্কেট, সারদাগঞ্জ, আশুলিয়া এলাকায় অবস্থিত তিনটি পয়েন্টে একটি কুচক্রি মহল আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। অভিযান চালিয়ে আমরা ২০০ মিটার অবৈধ লাইন বিচ্ছিন্নসহ অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী কর্তৃক ০৫ জন ব্যক্তিকে আবাসিক অবৈধ গ্যাস ব্যবহার করায় মোট ৪,০০০/= (চার হাজার) টাকা জরিমানা করা হয় ।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সাভার আঞ্চলিক অফিস) আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন ও তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল ও উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান সহ আশুলিয়া জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply