মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
সিলেট থেকে জিয়াউর রহমানঃ— ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদিআরব হাইয়াল বাওয়াদি স্থানীয় একটি হোটেলে এক সাধারণ আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় মাওঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও জাবেদ মুন্না ও ময়নুল হাসান রুবেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও তরুণ সংগঠক ওয়েস আহমদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি, ফজলুর রহমান ও মাষ্টার আব্দুল বাছিত, মতিউর রহমান, সুলতান মেম্বার, সিরাজ আহমদ, মুহিবুর রহমান, মসরু আহমদ, মোহাম্মদ আব্দুলাহ, ফখর উদ্দিন, আলী হোসেন চৌধুরী ও লুৎফর রহমান প্রমুখ।
এতে অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয় আহ্বায়ক পদে ওয়েস আহমদ ও যুগ্ম আহবায়ক পদে মতিউর রহমান এবং এরশাদ আহমেদ কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আর কানাইঘাটের ৯ টি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে ৩ জন প্রতিনিধি দেওয়া হয় । সংগঠনের কাজ আরো বেগবান করতে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে । স্থানীয় নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করবে কানাইঘাট সৌদি আরব প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এবং কানাইঘাট প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কানাইঘাটের সার্বিক উন্নয়নে কাজ করবে পরিষদ।
সর্বশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়!!
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply