মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
সিলেট (কানাইঘাট) থেকে জয়নাল আযাদঃ— কানাইঘাট উপজেলার ডাকনাইল সমাজ উন্নয়ন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা -২০১৯ আলহাজ্ব বশির আহমদ উচ্চবিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৭নং দক্ষিন বানীগ্রাম ও ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নের, ৬নং সদর ইউপির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা প্রসংগে ডাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি এডঃ আব্দুস সাত্তার ও বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজসেবী কবির আহমদ বলেন, আমাদের এই আয়োজন এই অঞ্চলের জন্য মাইলফলক সরুপ। শিক্ষার্থীদের চুড়ান্ত প্রস্তুতির জন্য এই পরীক্ষা অভূতপূর্ব সহায়তা করবে। পরীক্ষায় উপস্থিত শিক্ষক অভিভাবকসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন ভয়কে জয় করার জন্য বৃত্তি পরীক্ষায় সকল প্রতিষ্ঠানের অংশগ্রহন খুবই জরুরী প্রয়োজন। যে সকল প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেনি তারা আমাদের শিক্ষার্থীদের বাস্তব শিক্ষা অর্জন থেকে কিছুটা হলেও দুরে রেখেছেন। উনারা এবারের মত ভবিষ্যতেও সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
পরীক্ষা পরিদর্শনে আসা অভিভাবক ও শিক্ষকদের মধ্য থেকে অভিব্যাক্তি প্রকাশ করেন বলেন এই আয়োজন সময়োপযোগী ও চিত্তাকর্ষক। আয়োজন প্রসংগে মাস্টার আব্দুল হেকিম বলেন, প্রতিষ্ঠাকাল থেকে ডাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার বেশ চমকপ্রদ ও যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে অত্র অঞ্চলের শিক্ষার জন্য নির্ভরতার প্রতীকরুপে সর্বজনগ্রাহ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
পরীক্ষায় উপস্থিত সবার উদ্দ্যেশ্যে ডাকনাল সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা আলহাজ্ব বশির আহমদ উচ্চবিদ্যালয়ের প্রধাণ শিক্ষক নুরুল আমিন এবং সাবেক সাধারণ সম্পাদক বিলাল আহমদ বলেন আজকের এই পদক্ষেপ আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষা ক্ষেত্রে ধনাত্মক পরিবর্তন সাধনের মাধ্যমে একটি আধুনিক সমাজ বিনির্মানে কাজ করবে। উনারা পরীক্ষায় উপস্থিত সর্বস্থরের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যই আমাদের আয়োজন শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও প্রতিযোগীতাপূর্ণ হয়েছে।
বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, দৈনিক সিলেটের দিনকালের নিজস্ব প্রতিনিধি জয়নাল আযাদ সহ উপস্থিত সকল প্রতিষ্ঠান প্রধান ডাকনাইল সমাজ উন্নয়নের বৃত্তি পরীক্ষা -২০১৯ এর সকল আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।পরীক্ষা শেষে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়, এসময় সংস্থার সভাপতি কবির আহমদের সভাপত্বিতে সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় উপস্তিত অনেকেই দিক নির্দেশনা মুল্যক বুক্তব্য রাখেন এবং ডাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সকল কে ধন্যবাদ জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply