মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারী নম্বর (০১৭৩৩-৩৩৫০২৮) ক্লোন করে চাঁদা দাবী করা হয়েছে।
রবিবার (২৭অক্টোবর) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, তার ব্যবহৃত সরকারি নম্বরটি থেকে কেউ ইউএনও পরিচয় দিয়ে উপজেলার গাড়াবেড় (জিসিজি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামকে ফোন করে ওই বিদ্যালয়ে লাপটপ, প্রিন্টার দেবার নাম করে অগ্রিম টাকা দাবী করে। এ বিষয়ে ওই শিক্ষকের সন্দেহ হলে তিনি ইউএনওর সাথে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এসময় ইউএনও তার ব্যবহৃত সরকারি নম্বর থেকে কল করে অনৈতিক প্রস্তাব দিলে সাথে সাথে টাকা না দিয়ে তাকে জানানোর অনুরোধ জানান। তিনি উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিষয়টি জানান এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply