রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় পায়রা বন্দরের ফোর লেন রাস্তার সম্মুখে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত সাবেক যুবলীগ নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের নামে মেসার্স পলাশ ফিলিং স্টেশন এর লাকি কুপন ড্র-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স পলাশ ফিলিং স্টেশনের মালিক, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান সিমু, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তালুকদার, কলাপাড়া পৌর কাউন্সিলর মোঃ হুমায়ন কবির, রহমানিয়া ফিলিং স্টেশনের মালিক ইঞ্জিনিয়ার তালেব আহম্মেদ ও মেসার্স পলাশ ফিলিং স্টেশনের মালিকের নাতি মোঃ হাসিন আরমান ফাহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও লাকি কুপন সংগ্রহকারী অসংখ্য গ্রাহক।
সকলের উপস্থিতিতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ড্র অনুষ্ঠিত হয়। লাকি কুপনে প্রথম পুরস্কার ছিল সাড়ে সেফটি ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩২ইঞ্চি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মাইক্রোওভেন, পঞ্চম পুরস্কার প্রেসার কুকারসহ ৫টি ইলেকট্রিক আয়রন পুরস্কার দেওয়াহ য়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply