মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ উপজেলা পর্যায়ে সকল সরকারী কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে(বিপিএটিসি) তিন দিনব্যাপী তৃতীয় পলিসি ডায়ালগ অনুষ্ঠানের সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি। আরও বলেন ইউএনওর উপর হামলার ঘটনায় নারী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ইতিমধ্যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো এখন থেকে সেই সব এলাকায় নারী সরকারী কর্মকর্তাদের বদলির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও বলেন তিনি।
সেমিনারে এসময় প্রধানমন্ত্রীর মুধ্য সচিব ড.আহমদ কায়কাউস বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারী কর্মকর্তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। তিন দিনব্যাপী এ সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের বিশজন সিনিয়র সচিব অংশ গ্রহন করেন। সেমিনারে এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভুঁইয়া। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এ সেমিনারের আয়োজন করেন। সেমিনারের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো ২৫ বছরে জননীতির চ্যালেঞ্জ সমুহ আমরা কতটুকু প্রস্তুত। সেমিনারে এসময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টও রকিব হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply