শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। সোমবার বেলা ২ টায় ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সকল প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে এ কর্মসূচী পালন করে তারা।
এর আগে বেলা দেড় টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে তারা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।
আরো পড়ুনঃ– ইবিতে ‘ধর্মীয় জীবনে সুন্নাত ও বিদ‘আত’ শীর্ষক সেমিনার
সমাবেশে ফয়সাল সিদ্দিকী আরাফাত, জোবায়ের আল-মাহমুদ, তৌকির মাহফুজ মাসুদ, বিপুল খান এবং ফজলে রাব্বিসহ বিদ্রোহী গ্রুপের শতাধীক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপাচার্য বলেন, ‘মামলা করা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়। এর পরেও আমরা প্রশাসনিক ভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখবো।’
তথ্য সূত্রে, গত ২৩ সেপ্টেম্বর ডিবিসি নিউজে প্রচারিত ‘মানচিত্র: বিশ্ববিদ্যালয় গুলোতে অস্থিরতা’ শীর্ষক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন মিজানুর রহমান লালন। এসময় তিনি অধ্যাপক ড. মাহবুবের উপর নিয়োগ বানিজ্যে জড়িত, প্রক্টর থাকাকালীন ছাত্রলীগ কর্মীদের উপর গুলি চালানো ও শিবিরের সাথে সংশ্লিষ্টতাসহ নানান অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মিজানুর রহমান লালন ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মুনজুরুল ইসলামকে আসামী করে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে ড. মাহবুবুর রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply