মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় বালাশ্বড়ি (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাত ৮: ৩০ টার দিকে সদর উপজেলার লস্করা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা লস্করা গ্রামের সুকুর বর্মণের স্ত্রী। তিনি পূজা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, স্থানীয় একটি পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গেলে একটি ইজিবাইক ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা বলেন, ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply