রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল সাভার উপজেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ সহিদুল্লাহ মুন্সী (দৈনিক যায়যায়দিন)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
আরও পড়ুনঃ বেতাগীতে পিএসসিতে পাসের হার ৯৯.১১; ইবতেদায়ীতে শতভাগ পাস
সাংবাদিক আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আবুল হায়াত বাচ্চু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অপু খন্দকার, কার্যনির্বাহী সদস্য আজম সরকার ও একেএম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু (যমুনা টিভি), সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক রাকিব হাসান জিল্লুর, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ আরো উপস্থিত ছিলেন, অপু ওহাব (চ্যানেল ২৪), মনির হোসেন, আবুল কাশেম (দৈনিক দেশকাল), নজরুল ইসলাম মানিক (দৈনিক দিনকাল), মাহবুব মন্ডল, জহিরুল ইসলাম লিটন, আমিরুজ্জামান টুটুল, মশিউর রহমান ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ডিপি স্পোর্টিং ক্লাব বিজয়ী
উদ্বোধনী বক্তব্যে সভাপতি মোঃ সহিদুল্লাহ মুন্সী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। খেলা হচ্ছে ভালো থাকার খোরাক। তাই এই খেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply