শনিবার, ১০ Jun ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— আশুলিয়ায় শনিবার (৬ জুলাই) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের টংঙ্গাবাড়ী এলাকায় বালি ভর্তি একটি ট্রাকের চাপায় নয়ন শেখ (৩৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহত নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহারপুর গ্রামের আতিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের বাংক টাউন এলাকায় ভাড়া বাড়ীতে থেকে বিভিন্ন আবাসিক বাসা-বাড়ির সেপটি ট্যাংক পরিস্কার করার কাজ করতো।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানায়, শনিবার সকালে আশুলিয়া থেকে বালি ভর্তি বাইপাইলগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর দাড়িয়ে থাকা পথচারী নয়নকে চাপা দেয়। আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলে
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply