মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন ” আল-হুদা একতা সংঘ”র উদ্যোগে দরিদ্র, অসহায় শিশুদের শীতবস্ত্র, হাজী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ২০ নভেম্বর) সকালে পশ্চিম পোমরা গোমস্তার পাড়া জামে জামে মসজিদ প্রাঙ্গণে আল-হুদা একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত দরিদ্র, অসহায় শিশুদের শীতবস্ত্র বিতরণ ও হাজী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আল-হুদা একতা সংঘের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীনের ও সাধারণ সম্পাদক জাফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে রাখেন, পশ্চিম পোমরা লতিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব, আবদুল ওহাব, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি মেম্বার, পোমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ছাবের, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব বাবুল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবে অর্থ সম্পাদক জগরুল হুদা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমিনুর রহমান, আলহাজ্ব শফিউল আলম, ছৈয়দ বকস, তফজ্জল আহমদ, আহমদ নবী, রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার উপদেষ্টা দেলোয়ার হোসাইন, যুবলীগ নেতা ফজল করিম, সাবেক সভাপতি আলী হোসাইন,অর্থ সম্পাদক খায়েজ আহমদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জহির আহমেদ তালুকদার, সংগঠনের সহ সভাপতি মনজুর আলম রুজন, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক হেলাল, সহ অর্থ সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শেষে পোমরা ইউনিয়নের বসবাসরত গবীর, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং হাজী ও মেধাবী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply