বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ইং) গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.অনিরুদ্ধ কাহালি। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন- কবি আবুল ফজল যথার্থই বলেছেন একুশ মানে মাথা নত না করা। ২১ ফেব্রুয়ারি আমাদের বুঝিয়ে দিয়েছে প্রতিবাদ না করলে কোন কিছু অর্জন সম্ভব নয়। একুশের চেতনা আমাদেরকে এই দেশ স্বাধীন করার শক্তি জুগিয়েছে।
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিয়ে তিনি আরো বলেন- সরকারের উদ্দ্যোগের কোন ঘাটতি নেই কিন্তু সংকট কোথায় তা চিহ্নিত করতে হবে। সংকট চিহ্নিত করা সম্ভব হলে তা উত্তোরণও সম্ভব হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকগণ। সবশেষে সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ-এর পরিচালনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply