রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
চট্রগ্রাম (আনোয়ারা) থেকে আবদুল জববারঃ— চট্রগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী নামক এলাকায় ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রোগীবাহী এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এবং আহত সকলের বাড়ি বাঁশখালীতে বলে এলাকাবাসী জানান, ঘটনায় নিহত ৩ জনই একই পরিবারের সদস্য। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আজগরপাড়া গ্রামের বলে জানা গেছে। এই ঘটনায় বাঁশখালীর ছনুয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিস্ফোরণে নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আজগর পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র মুফিজুর রহমান (৭০), তার পুত্রবধু কামাল উদ্দিনের স্ত্রী জয়নাব বেগম (২৮) ও আরেক পুত্রবধু সাহাব উদ্দিনের স্ত্রী বুলবুল আক্তার (২৫)।
তাছাড়া একই পরিবারের মুফিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন, আরেকপুত্র সাহাব উদ্দীন, সাইফুদ্দিন এবং চকরিয়ার শামশুল আলমের ছেলে হেলপার মোহাম্মদ মুন্নাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহতদের যানাজা আগামীকাল সকাল ১১টায় হওয়ার কথা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply