বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ পেপারের যে চাহিদা বাংলাদেশে আছে ঐ চাহিদা যেন কর্ণফুলি পেপার মিল মেটাতে পারে তার জন্য চেষ্টা করতে হবে। বিদেশ থেকে যেন পেপার আমদানি করতে না হয় সেজন্য কাগজের গুনগত মানের উপর জোর দিয়ে উৎপাদন আরো বাড়াতে হবে। কেপিএম-এ এখনো যে পরিমান সুযোগ সুবিধা আছে তাতে দেশের বাজার ধরে বাজারজাত করতে পারব। পুরোনো ভবন ও মেশিন যেগুলো আছে সেখানে যুগোপযোগী মেশিন প্রতিস্থাপনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় আরো গতি আনা সম্ভব। সুতরাং আধুনিকীকরণের মাধ্যমে কেপিএম আবারো প্রাণ ফিরে পাবে।
আজ শুক্রবার (১০ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস (কেপিএম) লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং-এ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বিশ্বব্যাপী কাগজ উৎপাদনের কাচাঁমালের সংকট থাকা সত্তে¡ও কেপিএম-এ যে পরিমাণ সুযোগ সুবিধা আছে তা দিয়ে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। পরিদর্শনের প্রথমে তিনি কেপিএম’র অতিথি ভবনে মিলের বিভাগীয় কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মিলের বর্তমান অবস্থার কিছু চিত্র তুলে ধরা হয়। পরে তিনি জেটি পরিদর্শন করেন। এরপর মিলে চলমান কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান সাইদুর রহমান’র সভাপতিত্বে শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ.কে.এম. আনিসুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, সিবিএ নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রঃ পিআইডি, চট্রগ্রাম
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply